ওয়াহিদুর রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ১৩ বছরের এক মাদ্রাসার ছাত্র নিখোঁজের ঘটনায় তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার পর থেকে এলাকায় বিরাজ করছে আতংক।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌর-শহরের হবিবপুর (পশ্চিমপাড়া) এলাকার মনির হোসেন (মুন্নার) পু্ত্র মেহেদী হাসন (১৩) পৌর-সভার বটেরতল এলাকায় হিফজুল কোরআন একাডেমি নামক মাদ্রাসায় লেখাপড়া করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত ১৬ মে বৃহস্পতিবার সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি মেহেদী।
তার আত্মীয়-স্বজনরা যাওয়ার মতো সম্ভাব্য সকল স্থানে খোঁজা-খুঁজি করেও কোনো সন্ধান পায়নি। সন্ধান না পেয়ে গন্নাথপুর থানায় একটি জিডি করেন মেহেদীর পিতা মনির হোসেন।
এ দিকে ২ জুন রোববার মনির হোসেন সন্তানকে হারিয়ে কান্না জড়িত কণ্ঠে জানান, আমার মাদ্রাসায় পড়ুয়া ১৩ বছরের বাচ্চাটি নিখোঁজের প্রায় ২০ দিন হয়ে গেছে। অথচ এখনও তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। জানি না, আমার সন্তানটি কোথায় এবং কীভাবে আছে। একমাত্র আল্লাহ্ ছাড়া আমার অবুঝ বাচ্চাটিকে খোঁজে বের করার মতো কাউকে পাশে পাচ্ছি না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available