• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ১০:৫৬:১৭ (31-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ১০:৫৬:১৭ (31-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে অধ্যক্ষের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:৫২:২৬

নারায়ণগঞ্জে অধ্যক্ষের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ বাতিলের দাবিতে কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

১৬ ফেব্রুয়ারি রোববার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আমাদের অধ্যক্ষ অত্যন্ত ভালো শিক্ষক। তিনি এখানকার শিক্ষার মান উন্নত করেছেন। তার বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। এজন্য আমরা ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ঘোষণা করেছি।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, আমি ৬ মাস হলো এসেছি এবং তাদের মাঝে কিছু অপূর্ণতা লক্ষ্য করেছিলাম। আমি এসেই নতুন বাংলাদেশ পেলাম। এসেই এখানে দেয়াল ভাঙ্গা ছিল সেটা সবাই মিলে চেষ্টা করেছি ৩০ লক্ষ টাকার টেন্ডার হয়েছে অচিরেই কাজ চালু হবে। কলেজে না আসলে অভিভাবকদের কাছে এসএমএস চলে যায় ফলে কলেজ ফাঁকি দিলে অভিভাবক জেনে যায়। এরকম কিছু কাজ আমি এসে করেছি। আদেশ হয়েছে আমি সরকারি আদেশের প্রতি শ্রদ্ধাশীল। আমি আদেশ মেনে চলে যাব। আমি কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করি। এ কলেজের শিক্ষার্থীরা দেশ গড়ায় অনন্য ভূমিকা রাখবে আমার প্রত্যাশা।

তিনি বলেন, আমি অধ্যক্ষ কিন্তু আমি ইংরেজির অধ্যাপক। আমি প্রতিনিয়ত শ্রেণিকক্ষে ইংরেজি ক্লাস নিতে চাই। এটি আমাদের অনেক শিক্ষার্থীদের কাছে দুর্ভেদ্য। সেটি অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার কৌশল হয় তো আল্লাহ আমাকে দান করেছেন। আজকের যেই প্রতিচ্ছবি আমি মনে করি এটিই তার কারণ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন শ্রেণিকক্ষে আসে, শিক্ষালাভ করে, নিজেদের জীবন গড়ে, পরিবারের স্বপ্ন পূরণ করে, দেশ সেবায় নিয়োজিত করে। আমি কোনো ভাবেই চাইনা সরকারি আচরণবিধি ও আদেশ পরিপন্থি কোনো কাজে তারা অংশ গ্রহণ করুক। তাদের জায়গা শ্রেণিকক্ষে, তাদের সেখানেই থাকা উচিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জ্বালানি তেলের দাম নির্ধারণ
৩১ মার্চ ২০২৫ রাত ০৮:০১:২২

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৪৮


৭ দিনে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৯


ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:৫৩


নারায়ণগঞ্জে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৬:৫৮