কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ৪০ হাজার টাকা পেয়েছেন। ১৯ অক্টোবর বৃহস্পতিবার শিক্ষার্থী তৌহিদের হাতে ঐ সহায়তার চেক তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবুল আহম্মদ। এসময় বিদ্যালটির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চেক প্রদানকালে গভর্ণিং বডির সদস্য মতিউর রহমান রঞ্জন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমাদের ক্ষুদে এ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সহায়তায় উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ পাবে।
সহকারী অধ্যাপক কামরুল কবীর ভূঞা বলেন, আমরা আমাদের একজন শিক্ষার্থীকে সামান্য হলেও সহযোগিতা পাইয়ে দিতে পেরেছি, এজন্য আমরা সবাই আনন্দিত। শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।
শিক্ষার্থী তৌহিদের বাবা বাবুল মিয়া উপিস্থিত থেকে চেক গ্রহণ করেন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তৌহিদের চিকিৎসার বিস্তারিত সকলকে অবগত করেন।
উল্লেখ্য, মাসকা গ্রামের শিক্ষার্থী তৌহিদ ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এবং কিছুদিন পূর্বে খেলতে গিয়ে চোখে আঘাত পায়। পরবর্তীতে শিক্ষকমন্ডলীর পরামর্শক্রমে অনলাইনে প্রধানন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদানের আবেদন করে।
গত ১৭ অক্টোবর ৪০ হাজার টাকা অনুদানের একটি চেক সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ডাকযোগে পৌছেঁ এবং সেটি ঐ শিক্ষার্থী ও তার অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available