পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি নূর-ই-আলম সালেহীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। একই দিন আরও ২ শিবির কর্মীকে গ্রেফতার করেে তেঁতুলিয়া থানা পুলিশ। ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার জগদল বাজার এলাকা থেকে নূর-ই-আলম সালেহীকে গ্রেফতার করা হয়।
নূর-ই-আলম সালেহী উপজেলার জগদল থুকুরি পাড়া এলাকার কাজিমউদ্দিনের ছেলে। বর্তমান তিনি জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন সরকার বলেন, শিবিরের এই সাবেক নেতার বিরুদ্ধে ২০১৫ সালের ৩টি নাশকতার মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এদিকে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে ২ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।
তারা হলো, উপজেলার গনাগছ এলাকার আব্দুর রহিমের ছেলে আজম আলী (২৪) ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে ফজলে রাব্বী (২২)।
ওসি আবু সাঈদ চৌধুরী জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available