কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি হওয়ার ৪ দিন পর নবজাতক শিশু আরিয়ানকে উদ্ধার করেছে র্যাব। এঘটনায় অপহরণ চক্রের ২ নারী সদস্যকেও আটক করা হয়েছে।
আটকরা হলেন- দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়াল গ্রামের মোল্লা পাড়ার পলিয়ারা খাতুন (২০) ও মোছা. মাফুজা (৪০)।
১১ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের মোল্লাপাড়া এলাকা থেকে নবজাতক শিশুকে উদ্ধার করেছে র্যাব-১২।
র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে নবজাতক শিশু আরিয়ানকে নানীর কোল থেকে চুরি করে নিয়ে যায় অপহরণ চক্রের এক নারী সদস্য। এরপর থেকেই শিশু আরিয়ানকে উদ্ধারে মাঠে নামে কুষ্টিয়া র্যাব সদস্যরা। ৪ দিন পর দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম থেকে শিশু আরিয়ানকে উদ্ধার করে র্যাব। এঘটনায় পলি ও মাহফুজা নামে অপহরণ চক্রের ২ নারী সদস্যকেও আটক করে র্যাব-১২।
তিনি আরও বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির সাথে দেশীয় ও আন্তর্জাতিক অপহরণ চক্রের যোগসাজস্য পেয়েছি। বিক্রির উদ্দেশ্যেই অপহরণ করা হয় শিশু আরিয়ানকে। নবজাতক আরিয়ানকে পরিবারের কাছে এবং আটক দুই নারীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available