• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩৩:০১ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩৩:০১ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় র‌্যাবের অভিযানে অপহৃত শিশু রমজান উদ্ধার

৩ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৪:২১

পাবনায় র‌্যাবের অভিযানে অপহৃত শিশু রমজান উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনায় অপহৃত মাদ্রাসা ছাত্র রমজান আলিকে উদ্ধার করেছেন পাবনা র‌্যাব ১২ সিপিসি ২। জেলার চাটমোহর থানার চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মো. রমজান আলী (১৩)  আটঘরিয়া থানা এলাকায় তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়।

ওই দিন সন্ধ্যায় রমজানের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। পরবর্তীতে রাত আনুমানিক ৭টায় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে রমজানের মাকে জানায় নিখোঁজ রমজান আলী তাদের কাছে আছে এবং তাকে ফিরে পেতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে ব্যর্থ হলে তার সন্তানকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছা. ময়না খাতুন বাদী হয়ে পরের দিন, অর্থাৎ ৩১ অক্টোবর ২০২৪ তারিখ চাটমোহর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহৃত শিশু রমজান আলিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-২ পাবনা, র‌্যাব-১২।

রমজান চাটমোহর থানার চড়াইকোল গ্রামের আকমল হোসেনের ছেলে।

এ বিষয়ে পাবনা র‌্যাব ১২-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ অভিযানিক দল ২ নভেম্বর রাতে পাবনা জেলার ভাঙ্গুরা থানার বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃত ভিকটিম মো. রমজান আলিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায়। পলাতক অপহরণকারীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। পরে উদ্ধার রমজান আলিকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৮

নাসার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৫৩



ধনবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:০১

সিরাজগঞ্জের সলঙ্গায় ১২টি টিয়ারশেল উদ্ধার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৫

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৮:১৯