• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪০:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪০:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বিমান হামলায় একদিনে ১১৭ শিশু নিহত

২৩ অক্টোবর ২০২৩ সকাল ০৮:০১:৫৯

গাজায় ইসরাইলি বিমান হামলায় একদিনে ১১৭ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি গাজার আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ হামলার জের ধরে বিশ্ব ক্ষোভে ফেটে পড়ায় এমন হামলা কমে আসবে ভাবা হলেও তা হয়নি। গত ২১ অক্টোবর শনিবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা বোমা হামলা জোরদার করবে। করেছেও তাই। এদিন রাতভর গাজায় বোমাবর্ষণ চলে।

রোববার বিমান হামলা আরও জোরদার করা হয়। এতে ২৪ ঘণ্টায় আরও ২৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১১৭টিই শিশু। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ১৬ দিন ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৫১।

নতুন করে আবারও ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হচ্ছে এই ভূখণ্ডের হাসপাতাল। এতে নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। মরদেহ দাফনের জন্য কাফনের কাপড়ের সংকট তৈরি হয়েছে। এমনকি ফের আরেকটি মসজিদে হামলা চালিয়েছে ইসরাইল। অধিকৃত পশ্চিম তীরের ওই মসজিদে হামলার ঘটনায় নিহত হয় দুই ফিলিস্তিনি।

এদিকে সিরিয়ার দুই বিমানবন্দরে হামাসের মিত্ররা আস্তানা গেড়েছে সন্দেহে সেখানেও হামলা চালিয়েছে ইসরাইল।

এ ছাড়া এই যুদ্ধ শুরুর দিন থেকেই প্রতিদিনই লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের গুলিবিনিময় হয়েছে।

তা ছাড়া, গাজার সীমান্তবর্তী মিসরের কেরেম শালোম এলাকায় ইসরাইলের একটি রকেট আঘাত হেনেছে। এই হামলার পরপরই ইসরাইলের সেনাবাহিনী এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেছে, ভুলবশত সেখানে হামলা হয়েছে।

চলমান যুদ্ধে ইসরাইলকে থাড ব্যাটারি ও অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটালিয়ন পাঠানোর কথা জানিয়েছে তাদের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। উদ্ভূত প্রেক্ষাপটে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে গোটা অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে ইরান।

আর ইসরাইলের সেনাবাহিনী জানায়, শনিবার রাতভর গাজায় চালানো হামলায় হামাসের জ্যেষ্ঠ এক কমান্ডারসহ ‘বেশ কয়েকজন জঙ্গি’ নিহত হয়েছেন। বিমান হামলা আরও জোরদার করা হবে জানিয়ে উপত্যকাটির উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে চলে যাওয়ার জন্য আবারও সতর্ক করেছে দেশটির সেনাবাহিনী। এতে চলমান যুদ্ধের পরবর্তী ধাপ স্থল অভিযান হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে হামাসের হাতে জিম্মি থাকা বিদেশিসহ ইসরাইলিরা মুক্ত না হওয়া পর্যন্ত দেশটিকে স্থল অভিযানে যাওয়ার সময় পেছাতে চাপ দিচ্ছে মিত্রদেশগুলো।

৭ অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এতে এ পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩