নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ডিসেম্বর মাসের শুরু থেকেই বাড়তে শুরু করে শীত। তবে, জানুয়ারি শুরুতে শীতের প্রকোপ আরও বেড়ে যায়। প্রতিবছরই এই সময়টা ঠান্ডা, জ্বর, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় শিশুসহ বয়স্করা৷ জ্বর, ঠান্ডা কাশিসহ বিভিন্ন রোগ থেকে শিশুদের সুস্থ থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর পাশে ঢাকার নবাবগঞ্জে বাড়তে শুরু করেছে ঠান্ডা, জ্বর ও কাশি রোগীর সংখ্যা। গেল সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব রোগীর বেশি চিকিৎসা নিতে দেখা গেছে। প্রতিদিন সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গে চিকিৎসকদের কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তন হওয়ায় শিশুদের সর্দি কাশি ও ঠান্ডা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। অক্সিজেনের পরিমাণ কম থাকায় অনেক শিশুকে ভর্তি করতে হচ্ছে। ঠান্ডা কাশি থেকে বয়স্ক রোগী যাদের শ্বাসকষ্টে সমস্যা তাদের ঝুঁকি রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বয়স্ক রোগী যারা জ্বর-ঠান্ডা কাশি নিয়ে এসেছেন বেশিরভাগ শ্বাসকষ্ট সমস্যা থাকায় ভর্তি হতে হচ্ছে। তবে, ঠান্ডা- কাশি থেকে অনেক শিশু ডায়রিয়ায়ও আক্রান্ত হচ্ছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে৷
এদিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার, শিশু ও বয়স্কদের বিভিন্ন পরামর্শ দিয়ে এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ঠান্ডা-কাশি প্রতিরোধে শিশুদের অবশ্যই শীতের জামাকাপড় ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে৷ পাশাপাশি কোনো ধরনের ঠান্ডা খাবার খাওয়া যাবে না৷এমনকি ঠান্ডার পাশাপাশি অনান্য রোগে শিশুরা যেন আক্রান্ত না হয় সেদিকে লক্ষ রেখে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷
এ বিষয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শামসুল ইসলাম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, মৌসুম পরিবর্তনের সাথে সাথে প্রতিবছরই জ্বর-ঠান্ডা কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় শিশু ও বয়স্করা৷ বিশেষ করে, এ সময়টা শিশুদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে৷এছাড়া বয়স্ক মানুষ যাদের শ্বাসকষ্ট-অ্যাজমা সমস্যা আছে, তাদের শীতের মৌসুমে সুস্থ থাকতে সতর্কতা অবলম্বন করতে হবে৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available