স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের দিক নির্দেশনায় গোপালগঞ্জের মুকসুদপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১১ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মো. শাহাবুদ্দিন মিয়ার সার্বিক সহযোগিতায় কাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত প্রায় ৩ হাজার মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় সৌদি প্রবাসী ও মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মো. শাহাবুদ্দিন মিয়া গণমাধ্যমকে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়ার নেতৃত্বে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর -কাশিয়ানী) আসনের মা, মাটি ও মানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের দিকনির্দেশনায় কাশালিয়া ইউনিয়নের সকলকে সাথে নিয়ে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো ইনশাল্লাহ।
কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন মিনার সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত মানবিক এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন শেখ, সহ-সভাপতি ফরিদ আহমেদ মোল্লা, সহ-সভাপতি ফিরোজ আহমেদ মৃধা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনোরঞ্জন বাবু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সর্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ শরীফ প্রমুখ।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মো. শাহাবুদ্দিন মিয়ার পিতা হান্নান মিয়া ও তার ছোট ভাই চয়ন মিয়া, উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের কাইয়ুম শেখ, মাসুম শেখ, তানভীর শিকদার, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহীদ শিকদার, সহ-সভাপতি ও মেম্বার সেলিম মোল্লা, ভাবড়াশুর ইউনিয়ন যুবদলের জুবায়ের মোল্লা, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহ আলম তালুকদার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available