নিজস্ব প্রতিবেদক: উত্তরার ৮ নম্বর সেক্টরে মধ্য রাতে বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
২৯ অক্টোবর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে, উত্তরা ৮ নম্বর সেক্টরে দুই ভাগে ভাগ হয়ে পুরো এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী । এর পরেই সন্ত্রাসী আলতাফের ডেরায় অভিযান শুরুর এক পর্যায়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী । তাৎক্ষণিক আলতাফের দেয়া তথ্য মতে বস্তির প্রতিটি ঘরে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আলতাফের আরও দুই সহযোগীকে আটক করা হয়। যৌথ বাহিনীর এই অভিযানে ডগ স্কোয়ার্ডের বাহিনী ব্যবহার করা হয় । এসময় সিও ৫ এডি রেজিমেন্ট আর্টিলারি লে. কর্নেল মাহবুবের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
রাজধানী ঢাকাতে ছিনতাইকারী ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে উত্তরায় এই অভিযান পরিচালনা করা হয় বলে যৌথ বাহিনীর সূত্র জানিয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সূত্রটি।
শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফের নেতৃত্বে এই গ্রুপটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সরকার পতনের পর, উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন তিনি। আব্দুল্লাহপুর থেকে কাওলা পুরো এলাকায় রয়েছে তার সন্ত্রাসী নেটওয়ার্ক।
যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুটি জার্মান শেফার্ড কুকুর উদ্ধার করেছে। এছাড়াও, থানা থেকে লুটকৃত অস্ত্র এবং মাদকও উদ্ধার করা হয়। বস্তির কাছেই খোঁজ মিলেছে তার বিলাসবহুল বাড়ির।
যৌথ বাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এই অভিযান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available