• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৩৯:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৩৯:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত আনসারের জেলা কমান্ড্যান্ট মিনহাজ

১ জুলাই ২০২৪ দুপুর ০২:০৭:০৩

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত আনসারের জেলা কমান্ড্যান্ট মিনহাজ

রংপুর ব্যুরো: ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ঠাকুরগাঁও জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মিনহাজ আরেফিনকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়েছে। চলতি বছরের জুন মাসের ২০ তারিখে বাহিনীর উপপরিচালক আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এই পুরস্কারের ঘোষণা করা হয়।

১ জুলাই সোমবার ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরিফিন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক সকল নিয়ম কানুন ও সরকারের বেধে দেওয়া প্রতিটি কাজ সময় মত এবং সঠিকভাবে করায় বাহিনীর ডিজি আমাকে শ্রেষ্ঠ পুরস্কার শুদ্ধাচারে ভূষিত করার ব্যবস্থা করেছেন। এই পুরস্কার পেয়ে আমি গর্বিত আমার ঠাকুরগাও জেলার সফল বাহিনী সদস্য এবং সাধারণ আনসার ভিডিপি সদস্যরাও এই শুদ্ধাচার পুরস্কারে সম্মানিত হয়েছে।

তিনি আরো বলেন, আমি কখনো সময় অতিক্রম করিনি সঠিক সময়ে বাহিনীর পোশাক পরে আমি সকল বিধি মেনেই নিয়মিত অফিস করেছি। আমি ঠাকুরগাঁওয়ের আসার পরে এই অফিসের অবকাঠামোসহ নানান উন্নয়নে অবদান রেখেছি। শারদীয় দুর্গোৎসব এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে সাধারণ আনসাররা যাতে সহজে ডিউটি করতে পারেন সে বিষয়ে সকল পদক্ষেপ নিয়েছি। এখন কোনো আনসার সদস্য কোথাও ডিউটি করতে গেলে কোনো ভোগান্তির শিকার হন না। আমার সকল ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে তিনি জানান।

শুদ্ধাচার পুরস্কার পত্রে দেখা যায়, বাহিনীর সদস্য বা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী শুদ্ধাচার পুরস্কারে ঘোষিত হলে তাকে এক মাসের সম পরিমাণ বেতন ও একটি ক্রেস্ট এবং স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ, সদরসহ উপজেলা অফিসাররা জানান, আমাদের গর্বের বিষয় যে ঠাকুরগাঁ জেলা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্টকে জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ঘোষিত করা হয়েছে। বাহিনীর কোনো কর্মকর্তা তার সঠিক কাজের মূল্যায়ন স্বরূপ পুরস্কার পেলে কাজের প্রতি আরো বেশি আগ্রহ বাড়ে। আমাদের জেলা কমান্ড্যান্ট শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় আমরা নিজেরা গর্ববোধ করছি এটা আমাদের গর্বের বিষয় বলে তারা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩