• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৫:১০ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৫:১০ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে ৪ দিনব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধন

৫ অক্টোবর ২০২৪ দুপুর ০১:০৬:২৫

রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে ৪ দিনব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সাভার: সঠিক বিনিয়োগে ব্যবসা হবে সফল, আসবে সর্বোচ্চ রিটার্ন এ স্লোগান সামনে রেখে সাভারের আশুলিয়ায় অবস্থিত একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে চার দিনব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

৪ অক্টোবর শুক্রবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেসে এ বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যনেজার হেড অফ সেলস রাফায়াতুল ইসলাম, হেড অফ সেলস ২ মো. সাদ্দাম হোসেন, মানব সম্পদ বিভাগের প্রধান ওবায়দুর রহমান ও হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক ।

এ সময় আয়োজকরা জানান, দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসা করে আসছে। সেই সঙ্গে সততার সঙ্গে বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করে আসছে। ধারাবাহিকতায় রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের বিনিয়োগ মেলার উদ্বোধন হয়েছে। এ মেলায় আমরা বিনিয়োগকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি।

রুপায়ণ এস্টেট লিমিটেডের হেড অফ ব্রান্ড অ্যান্ড মার্কেটিং শরীফুল ইসলাম তারেক বলেন, আমাদের প্রকল্পগুলি আমাদের গ্রাহকদের চাহিদা মেটাতে এবং প্রাণবন্ত পরিবেশ তৈরি করার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা। আমরা বাংলাদেশের রিয়েল এস্টেট শিল্পে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হতে পেরে গর্বিত।

তিনি আরও বলেন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও সাভারের বাণিজ্যিক গুরুত্বকে মাথায় রেখে রূপায়ন ভূঁইয়া এম্পোরিয়াম প্রকল্পকে একটি আন্তর্জাতিক মানের সেন্ট্রাল এসি শপিং কমপ্লেক্স হিসেবে নির্মাণ করা হয়েছে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস চালু হলে ঢাকার উত্তর ও দক্ষিণ দুই প্রান্ত থেকেই খুব সহজে এখানে যাতায়াত করা যাবে এবং উত্তর বঙ্গের ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই সমান লাভবান হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের প্রজেক্ট ইনচার্জ (বিক্রয়) নূর-এ-আলম সিদ্দিক ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. রেজাউল করিম ও ব্রান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগ। এই মেলায় ৭৫-৬৫৪ বর্গফুটের শপ, ৬৫০-৩২১০ বর্গফুটের অফিস ও ৪৩০-৫৪৮০ বর্গফুটের ফুডকোর্ট বিক্রয় চলছে।

৭৩ কাঠা জমির ওপর নির্মিত এ মার্কেটে যেসব বিশেষ সুবিধা থাকবে তা হচ্ছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, মার্কেটের নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস, মার্কেটেই ব্যাংকিং ও বুথ সুবিধা, মার্কেটের নিজস্ব কার পার্কিং, অত্যাধুনিক চারটি এস্কেলেটর ও চারটি ক্যাপসুল লিফট এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা। এ মার্কেটের সামনে এবং পেছনে উভয় দিকে রাস্তা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালবাসার ঘ্রাণ’
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪০:৪৯





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭