• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৮:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৮:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সেনাবাহিনীর সহায়তায় বরিশালে ১৪ থানার কার্যক্রম শুরু

১১ আগস্ট ২০২৪ সকাল ০৯:১৯:৩২

সেনাবাহিনীর সহায়তায় বরিশালে ১৪ থানার কার্যক্রম শুরু

বরিশাল প্রতিনিধি: শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশজুড়ে ১১ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এ দাবি বাস্তবায়নে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পুলিশ।

তবে সেনাবাহিনীর সহায়তায় বরিশালে স্বল্প পরিসরে মেট্রোপলিটন ও জেলা পুলিশের ১৪ থানার কার্যক্রম শুরু হয়েছে। ১০ আগস্ট শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার থেকে স্বল্প পরিসরে এ কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় মৃত্যু বা অপমৃত্যুর ঘটনা ঘটেছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের সহায়তায় মর্গে পাঠাচ্ছি। এছাড়া যেকোনো অভিযোগ এখন জমা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা বর্তমানে কোতোয়ালি থানায় অবস্থান করছেন।

বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, এ জেলায় ১০টি থানা রয়েছে। জনগণের সেবা প্রদানের লক্ষ্যে এরইমধ্যে সবকটি থানায় আমরা স্বল্প পরিসরে কাজ শুরু করেছি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পুরোদমে কাজ শুরু করা হবে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, মেট্রোপলিটন এলাকার ৪ থানার পুলিশ সদস্যরা কোথাও যাননি। তারা থানাগুলোতেই অবস্থান করছেন। তবে দ্রুত সময়ের মধ্যে তারা পুরোপুরি কাজ শুরু করবেন।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারা যদি এমন চুপ থাকে তাহলে কোনোদিনই নিরাপদ দেশ গড়া সম্ভব হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩