মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, বাংলাদেশের ছাত্র ও যুব সমাজের কাছে এক অসাধারণ ও অনুকরণীয় ব্যক্তিত্ব শেখ কামাল। খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ, সংগীত জগত এবং সদ্য-স্বাধীন দেশে তরুণদের সুসংগঠিত করতে তিনি যে অতুলনীয় অবদান রেখেছেন, তা বিশ্বের যেকোনো দেশের তরুণ সমাজকে গভীরভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করবে।
৫ আগস্ট শনিবার চাঁদপুরের মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. শামসুল আলম বলেন, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের চেতনায় সদ্য-স্বাধীন দেশের পুন:গঠনে তরুণ সমাজকে সুসংগঠিত করে ক্যাপ্টেন শেখ কামাল যে অসামান্য অবদান রেখে গেছেন, সেজন্য তিনি চির অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবেন।
উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল এমরান খানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর মেয়র লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, এএসপি হাজীগঞ্জ সার্কেল আবুল কালাম চৌধুরী, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সম্পাদক আফজাল হোসেন খান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, ছেংগারচর পৌর কাউন্সিলর শাহজাহান মোল্লা প্রমূখ।
এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available