বাবুল আকতার, খুলনা ব্যুরো: খুলনা জেলায় আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১১ অক্টোবর বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জনানো হয়, দিবসটি উপলক্ষ্যে এদিন সকাল সাড়ে আটটায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হবে। সকাল ৯ টায় সার্কিট হাউজ মাঠে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বড় পর্দায় রাজধানী শহর ঢাকা থেকে দিবসটির কেন্দ্রীয় কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হবে। পরে একই স্থানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে শিশুদের জন্য চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। খুলনার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এ উপলক্ষ্যে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হবে। সরকারি শিশু পরিবারসমূহে ঐদিন দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন ও ধর্মীয় উপাসনালয়সমূহে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এজেডএম তৈমুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available