কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। ১৮ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।
এসময় তিনি বলেন, পচাত্তরের ১৫ আগস্ট ঘৃণিত খুনীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। তারা নিষ্পাপ শিশু রাসেলকেও হত্যার নির্মমতা থেকে ছাড় দেয়নি। আজ তার জন্মদিন। আল্লাহর মেহেরবানীতে বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে যায়। তাঁদের একজন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টিপুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কেক কাটা ও আলোচনা সভা শেষে বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এর আগে সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available