কুষ্টিয়া প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এতে খুশিতে কুষ্টিয়ায় বিজয় মিছিল করছে সাধারণ জনগণ ও আন্দোলনকারীরা। এর আগে মজমপুর গেট, চার রাস্তা, পাঁচ রাস্তা মোড়, এনএস রোড এলাকায় সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
৫ আগস্ট সোমবার বিকেল ৫টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজার হাজার সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা শহরের পাঁচ রাস্তা মোড়ে একত্রিত হয়ে উল্লাস ও বিজয় মিছিল করেন। মিছিলটি এ সময় এন এস রোড ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের যেতে দেখা গেছে।
বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ।
বিজয় মিছিল থেকে শহরের আওয়ামী লীগের সকল ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয়। শহরের এন এস রোড এলাকায় আওয়ামী লীগের ব্যানার ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়া মডেল থানা ঘেরাও করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় থানার গেটের উপর ওঠে বাংলাদেশের পতাকা উড়াতে দেখা গেছে। শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলে উচ্ছুক জনতা ও আন্দোলনকারীরা।
পুরো শহর জুড়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে সরকারবিরোধী বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা। এর আগে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available