কুমিল্লা প্রতিনিধি: আমি এই শহরের সন্তান। এই শহরের সকল কিছুর মালিক যেহেতু জনগণ আমিও তারই অংশ। সুতরাং কোনো মন্দিরে হামলা করে লুট করা মানে আমার সম্পদ লুট করা। এটা হতে দেয়া হবে না। ৬ আগস্ট মঙ্গলবার বিকেলে কুমিল্লার শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন বিএনপির ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।
এসময় তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জনগণের সাথে মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি অঞ্জন চক্রবর্তী।
তিনি বলেন, হাজার খানের ছাত্রজনতার তাজা রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি। সবার আগে স্মরণ করছি সেই ছাত্রজনতাকে। স্মরণ করছি কয়েক হাজার মানুষকে, যারা হাসপাতালে কাতরাচ্ছেন। শুনেছি কিছু জায়গায় মন্দির ও হিন্দু ভাইদের বাড়িতে হামলা হয়েছে। এই হামলা কে করেছে তা আপনারা জানেন। যারা এক যুগের বেশি সময় ধরে এদেশকে চুষে খেয়েছে এগুলো তাদের প্রেতাত্মা। আমরা স্পষ্ট করে বলতে চাই কুমিল্লার বিএনপিসহ সবাই হিন্দু ভাইদের সাথে আছে। প্রেতাত্মাদের কোনোভাবেই সুযোগ দেয়া হবে না। হামলার আশঙ্কা বা সম্ভাবনাও যদি টের পান আমাকে ফোন করবেন। স্বশরীরে এসে প্রতিহত করবো। আপনাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।
মন্দির কমিটির সভাপতি অঞ্জন চক্রবর্তী বলেন, এখনও কুমিল্লার কোথাও হামলার খবর পাইনি। আমরা জানি কুমিল্লায় সম্প্রতির বন্ধন যুগ যুগ ধরে। আমরা বিশ্বাস করি কুমিল্লার শান্তি প্রিয় জনতা আমাদের সাথে থাকবে।
মন্দির পরিদর্শনের পর তিনি ভাঙচুর হওয়া স্থানীয় দৈনিক পত্রিকা কুমিল্লার কাগজ ও কুমিল্লা ক্লাব পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available