• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২২:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২২:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়, প্রধান শিক্ষিকাকে শোকজ

২৮ নভেম্বর ২০২৩ দুপুর ০১:৩৯:৪২

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়, প্রধান শিক্ষিকাকে শোকজ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের ৫২নং বান্দুরা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি বাবদ টাকা নেওয়ার অভিযোগে প্রধান শিক্ষিকা ঝর্ণা রাণী মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ২৭ নভেম্বর সোমবার বিকেলে গণমাধ্যমকে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান শামীম।

এর আগে, শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠলে তদন্তের নির্দেশ দেয় কতৃপক্ষ। ২৬ নভেম্বর রোববার দুপুরে ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয় পরিদর্শনে আসেন সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতেমা আক্তার ও মোখলেছুর রহমান শামীম। পরিদর্শনকালে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ টাকা আদায়ের বিষয়ে সত্যতা পেয়েছেন বলে তারা এশিয়ান টিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

সহকারী শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান শামীম জানান, বান্দুরা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি বাবদ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করেছে এমন অভিযোগ পাওয়া যায়। পরে ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয়ে তদন্তে গেলে টাকা নেয়ার বিষয়য়ে সত্যতা পাওয়া যায়।

তিনি আরও জানান, ঘটনার সত্যতা পাওয়ায় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা রাণী মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন এশিয়ান টিভি অনলাইনকে বলেন, পরীক্ষার ফি আদায়ের অভিযোগ পেয়ে আমাদের তদন্ত প্রতিনিধিদের পাঠানো হয়েছে। টাকা নেয়ার বিষয়য়ে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষিকা ঝর্ণা রাণী মন্ডলকে শোকজ নোটিশ করা হয়েছে। তাকে আগামী তিন (৩) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান মুঠোফোনে জানান, আমি ঘটনাটি শুনেছি। অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, আমাদের স্পষ্ট নির্দেশনা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো ধরনের পরীক্ষার ফি নেয়া যাবে না। তাদের যে স্লিপ ফান্ড দেওয়া হয় সেখান থেকেই এসব খরচ করতে হবে। ঐ বিদ্যালয়ে পরীক্ষার জন্য কোনো ফি নিয়ে থাকলে তা অবশ্যই ঠিক করেনি। তদন্তে সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩