গাজীপুর প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলীর বড় ভাই অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়কে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শকোজ করেছে নির্বাচন কমিশন। শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেয়ার দিনেই করেছেন আচরণ বিধি লঙ্ঘন।
২২ এপ্রিল সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে শোকজ করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকজে উল্লেখ করা হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিছিল ও শোডাউন করেন শ্রীপুর উপজেলা চত্বরে। এ সময় তার কর্মী সমর্থকরা স্লোগানও দেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা বলেন, এটা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ১১ উপবিধি (২) এর সুস্পষ্ট লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামিল হাসান দুর্জয়কে কারণ দর্শনোর নোটিশও পাঠানো হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হবে না, বা আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে না তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের আগামী ২১ মে শ্রীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available