মানিকগঞ্জ প্রতিনিধি: চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়ানের পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে মা নিলুফা খানম এখন পাগল প্রায়। তার জীবনও এখন আশংকাজনক।
৯ মে বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ শহরের গোল্ডেন টাওয়ারে আসিমের বাড়িতে এমন চিত্র দেখা গেছে।
নিহত আসিম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ আমানউল্লাহর একমাত্র ছেলে। তার বাবা পেশায় একজন চিকিৎসক আর মা নিলুফা খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন। আসিম নারায়ণগঞ্জে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম অন্তরা আক্তার। পারিবারিক জীবনে তিনি এক কন্যা ও পুত্র সন্তানের জনক ছিলেন।
জানা যায়, চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াকভলেভ ইয়াক ১৩০ মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে পাইলট আসিম জাওয়ানের মৃত্যু হয়।
আসিম জাওয়াদ একজন চৌকস অফিসার ছিলেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বিমানবাহিনীতে যোগদান করার। তিনি স্ত্রী সন্তান নিয়ে চট্টগ্রাম বিমানবাহিনীর অফিসার্স কোয়ার্টার নীলিমাতে থাকতেন। আর তার বাবা-মা থাকতেন মানিকগঞ্জের বাসায়।
স্বজনরা জানিয়েছেন, আগামীকাল তার মরদেহ মানিকগঞ্জে আনা হবে। মানিকগঞ্জে নামাজে জানাযা শেষে তাকে সেওতা কবরাস্থানে দাফন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available