• ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ সকাল ০৯:০৪:০৮ (15-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ সকাল ০৯:০৪:০৮ (15-Mar-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

শিশু আছিয়ার মৃত্যু মেনে নেওয়া যায় না: তারেক রহমান

১৪ মার্চ ২০২৫ দুপুর ১২:০০:০০

শিশু আছিয়ার মৃত্যু মেনে নেওয়া যায় না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: মাগুরার নির্মম পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। গত কয়েকদিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি আছিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, "এই নির্মম মৃত্যু দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে। এটি মেনে নেওয়া যায় না। এই ঘটনার ফলে গোটা দেশ স্তব্ধ হয়ে গেছে এবং এটি আমাদের লজ্জিত করেছে।"

তারেক রহমান উল্লেখ করেন, আছিয়ার ওপর ঘটে যাওয়া পাশবিক ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজপথে নেমেছে মানুষ, শহর থেকে গ্রামে প্রতিবাদের ঝড় উঠেছে। একইসঙ্গে সারাদেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছিল। কিন্তু শেষ পর্যন্ত হাসপাতাল থেকে আসা দুঃসংবাদে শোক ও ক্ষোভে ফেটে পড়েছে সবাই।

তিনি আরও বলেন, "আমি শুরুতেই আছিয়ার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এমন ঘটনা ঘটছে। অতীতের ফ্যাসিবাদী সরকার ধর্ষকদের বিচারের আওতায় না এনে বরং বিভিন্নভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, যার ফলে অপরাধীরা সাহস পেয়েছে। বিচারহীনতার কারণে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।"

তারেক রহমান আরও বলেন, "ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে চরম আঘাত। এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। নারী ও শিশুদের প্রতি চলমান সহিংসতা বন্ধ করতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।" তিনি নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং শিশু ও নারীদের জন্য নিরাপদ চলাচল ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন।

ফেসবুক পোস্টের শেষে তারেক রহমান আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, "এই ঘটনা শুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ংকর দৃষ্টান্ত তৈরি করছে। তাই এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।"

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ধর্ষণের ঘটনায় মানিকগঞ্জে মানববন্ধন
১৪ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:১৪