আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক, প্রয়াত মো. ইউসুফ সারোয়ারের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর শনিবার সকালে পৌরশহরের সড়ক বাজার প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক, অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সুলেমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মো. জালাল উদ্দিন জালু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুবেল আহমেদ, প্রয়াতের নাতী ল্যাফটেনেন্ট নওফেল আহমেদ ভূইয়া প্রমুখ।
বক্তারা বলেন, ইউসুফ সারোয়ার ছিলেন একজন সহজ সরল ও স্পষ্টবাদী মানুষ। যা বলার সামনে বলতেন, পিছনে কোন কথা করতেন না, আর এটাই ছিলো তার মহৎ গুণ। তিনি বস্তুনিষ্ট সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। ইউসুফ সারোয়ারকে বাদ দিয়ে আখাউড়ার সাংবাদিকতার ইতিহাস লেখা যাবে না। ইউসুফ সারোয়ারের মৃত্যুতে আখাউড়ার যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available