• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৫:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৫:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হত্যা মামলা থেকে জামিন পেয়ে সড়কে ইউপি চেয়ারম্যানের শোডাউন

১৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:১৪:৫৬

হত্যা মামলা থেকে জামিন পেয়ে সড়কে ইউপি চেয়ারম্যানের শোডাউন

বামনা (বরগুনা) প্রতিনিধি: হত্যা মামলা থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর সড়কে শোডাউন করেছে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার ডৌয়াতলা বাজার থেকে শতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন করে নিজ এলাকায় ফিরে আসেন তিনি।

শোডাউন শেষে দুপুরে ডৌয়াতলা বাজারের গোল চত্বরে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

বামনা যুবলীগের সভাপতি সাইফুর রহমান সরোয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রামনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, বামনা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সগীর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকাতুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুমি খানম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদিকুর রহমান সাদেক প্রমুখ।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ ডৌয়াতলা ইউপি’র সকল সদস্যরা।

সভায় বক্তারা বলেন, ‘প্রতিহিংসার কারণে ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি জামিন পেয়েছেন সত্যের জয় হয়েছে। জনগণ এর কঠোর জবাব দেবে।

উল্লেখ্য, জানুয়ারিতে সুন্দরবন হাসপাতালে নবজাতকসহ মায়ের মৃত্যু হয়। পরে মেয়ের বাবা মো. সগির ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ ৮ জনকে আসামী করে বামনা থানায় হত্যা মামলা দায়ের করেন।। দীর্ঘ এক মাস পর ১৮ ফেব্রুয়ারি রোববার কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩