• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৮:০৯:৪২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৮:০৯:৪২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জামাইকে পিটিয়ে আহত, শ্বশুর-শাশুড়ির নামে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি

১১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:২৮:৩৯

জামাইকে পিটিয়ে আহত, শ্বশুর-শাশুড়ির নামে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে জামাতাকে মারধর করায় শ্বশুর শাশুড়ীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার রহমতপুর গ্রামের ছত্তার মৃধার ছেলে মো. বেল্লাল মৃধা বাদী হয়ে শ্বশুর ইউছুফ সর্দার (৫০) শাশুড়ি ফাতেমা বেগম, খালা শাশুড়ি কাজল বেগম (৩৫) সহ ৫ জনের বিরুদ্ধে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, রহমতপুর গ্রামের ছত্তার মৃধার ছেলে মো. বেল্লাল মৃধা (২৯) এর সাথে পৌরসভার ৩নং ওয়ার্ডের ইউছুফ সর্দারের মেয়ে মোসা. সালমা জান্নাত বাবলীর সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয় প্রায় তিন বছর পূর্বে। বেল্লাল ও বাবলী দম্পতির ৬ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিবাহের পর বেল্লাল তার স্ত্রী বাবলীকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি তুলে নিয়ে যায় বেল্লাল স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।

ঘটনার দিন ৮ সেপ্টেম্বর রবিবার বেল্লালের শ্বশুর ইউছুফ সর্দার, শাশুড়ি ফাতেমা বেগম খালা শাশুড়ি কাজল বেগম বেল্লালের বাড়িতে বেড়াতে যায়। এ সময় তারা তাদের মেয়ে বাবলীকে বিদেশ পাঠাতে প্রস্তাব দেয়। বিদেশ পাঠানো নিয়ে মেয়ে বাবলী জামাতা বেল্লালের সাথে ইউছুপ সর্দার, শাশুড়ি ফাতেমা বেগম, খালা শাশুড়ি কাজল বেগমের ঝগড়া ঝাটি শুরু হয়।

ঝগড়াঝাটির এক পর্যায়ে শ্বশুর ইউছুফ সর্দার শাশুড়ি ফাতেমা বেগম, ভাড়াটে সন্ত্রাসী লুৎফর রহমান, কামাল হাওলাদার, খালা শাশুড়ি কাজল বেগম মেয়ে জামাতা বেল্লাল (২৯) কে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এমতাবস্থায় জামাতা বেল্লাল ৯৯৯ এ ফোন দিলে আমতলী থানা পুলিশ বেল্লাল ও তার স্ত্রী বাবলীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় জামাতা বেল্লাল বাদী হয়ে ১০ সেপ্টেম্বর শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিষিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন । আদালতের বিচারক মামলাটি আমলে দিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ প্রদান করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন জানান, মামলাটি আমলে নিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সকল আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৩:২৫