রংপুর ব্যুরো: রংপুরে ‘শ্যামাসুন্দরী খাল সংস্কার এবং অবৈধ দখল উচ্ছেদের পথে অন্তরায় ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর রাজা রামমোহন রায় ক্লাব মিলনায়তন নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলীর সভাপতিত্বে এবং সদস্য সাবেক ছাত্রনেতা এডভোকেট পলাশ কান্তি নাগের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানী, বাংলাদেশ জাসদ মহানগর কমিটির সভাপতি গৌতম রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক অশোক সরকার, বাসদ জেলা কমিটির সদস্য আবুল কালাম আজাদ বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সংগঠক অধ্যাপক চিনু কবীর, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তৌহিদুর রহমান, ডা. মাফিজুল ইসলাম মান্টু, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, এডভোকেট নরেশ সরকার, সিটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মানিক, শ্রমিক নেতা শহীদুল ইসলাম হীরা, ছাত্রনেতা মেহেদী হাসান, বাংলাদেশ বেতারের উপস্থাপক ও গীতিকার ছফুরা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, রংপুর নগরীর বুক চিড়ে বয়ে চলা ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল ক্রমাগত দখল ও দূষণে এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের অন্ত থাকে না। দীর্ঘ দিনেও শ্যামাসুন্দরী খাল সংস্কার ও দখলমুক্ত করা এবং সৌন্দর্যবর্ধনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বক্তারা, ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল খনন ও দখলমুক্ত করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available