• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২৪:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২৪:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

৫ মাসের বকেয়া বেতন দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

৪ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:১৭:৫৫

৫ মাসের বকেয়া বেতন দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ডাট কম্পোজিট লিমিটেডে শ্রমিক অসন্তুষ্ট দেখা দিয়েছে। এ কারখানাটিতে সাড়ে ৫ হাজার কর্মচারী এবং শ্রমিকদের কমপক্ষে ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। এ বকেয়া বেতনের দাবিতে ৪ নভেম্বর শনিবার সকাল ৮ টা থেকে তারা বিক্ষোভ করছে।

কারখানাটিতে গ্যাসের বিল বকেয়া থাকায় গত ২ মাস আগে আগস্টের শেষের দিকে লেওব ঘোষণা করে। এদিকে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতনও পরিশোধ করা হয়নি। বকেয়া বেতন না পেয়ে কারখানা শ্রমিকরা রাজেন্দ্রপুর এলাকায় কারখানার সামনে শনিবার সকাল আটটা থেকে বিক্ষোভ করছে শ্রমিকরা।

এদিন সকাল সাড়ে ৯ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিকপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেয়। পরে শ্রমিকরা বিক্ষোভ স্থগিত ঘোষণা করে।

তবে সাধারণ শ্রমিকরা প্রতিবেদককে জানায় তাদের পাওনা জদি পরিশোধ করা নায় হয় এবং তাদের অন্যান্য দাবি যদি আদায় না হয় তাহলে নতুন কর্মসূচী দেবে তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩