পিরোজপুর প্রতিনিধি: দেশে চলমান পরিস্থিতিতে দলীয় করণীয় ও কর্মপরিকল্পনা বিষয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাথে সহযোগী, অঙ্গ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম এ আউয়াল। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জরুরি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কানাই লাল বিশ্বাস, সহ সভাপতি অ্যাড. রাজ্জাক খান বাদশা, সহ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজিবর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজি, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাউল করিম শিকদার মন্টু, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুমন সিকদার। এসময় ছাত্রলীগ, যুববলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস তার বক্তব্যে জানান, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি জামায়াত শিবির ছাত্রদলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবেলায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল বলেন, সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের এবং স্বাধীনতার স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নৈরাজ্য সৃষ্টি কারীদের কোনভাবেই তাদের কাজে সফল হতে দেওয়া হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available