জবি প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কিছুদিন পরপর বিভিন্ন ধরনের গানে নতুন শিল্পী তালিকাভুক্ত করে। কিংবদন্তি, অভিজ্ঞ, গুণী শিল্পীদের দ্বারা সাধারণত অডিশনের মধ্য দিয়ে এসব শিল্পী চূড়ান্ত করা হয়। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগেও আধুনিক গানের অডিশন হলো। আর সে অডিশনেরই ফলাফল প্রকাশ পেয়েছে গত ৭ জানুয়ারি। তাতে এ প্রজন্মের অনেক শিল্পীই আধুনিক গানে বিটিভির তালিকাভুক্ত হয়েছেন। তাদের মধ্যে তালিকাভুক্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। তালিকাভুক্ত হয়ে তারা প্রকাশ করেছেন তাদের উচ্ছ্বসিত মনের কথাগুলো।
বিটিভির তালিকাভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ৫ম ব্যাচের সম্বিতা তালুকদার লতা বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্তিকরণ পরীক্ষায় উর্ত্তীণ হওয়া আমার অন্যতম অর্জনের মধ্যে পরে। কয়েকটি ধাপ পার হয়ে অবশেষে কাঙ্খিত ফলাফলটি আমি পেয়েছি। প্রাথমিক বাছাই থেকে শুরু করে স্ক্রিন টেস্ট পর্যন্ত সকল ধাপ সুসম্পন্ন করতে আমাকে ধৈর্য্য ও একাগ্রতার সাথে চর্চা করতে হয়েছে। অবশেষে বাবা-মা আর শ্রদ্ধেয় শিক্ষকদের আশীর্বাদে চূড়ান্তভাবে অন্তর্ভুক্তিকরণ হয় আমার। সূদীর্ঘ দশক থেকে যেকোন শিল্পীর জন্য বাংলাদেশ টেলিভিশনে অন্তর্ভুক্ত থাকা একটি সৌভাগ্যের বিষয় হিসেবে গণ্য করা হয়। তাই, আমি আমার সকল গুরুদের কাছে কৃতজ্ঞ যারা এই পর্যন্ত আসতে আমাকে সাহস আর অনুপ্রেরণা যুগিয়েছেন।’
সংগীত বিভাগ ষষ্ঠ আবর্তনের নশিন সাইয়ারা বলেন, ‘বাবা-মা, ভালোবাসার সকল মানুষ আর বন্ধুদের অনুপ্রেরণায় সংগীত জীবনের এই পদচারণায় বাংলাদেশ টেলিভিশনে রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়া এক অন্যতম প্রাপ্তি।’
উচ্ছ্বস প্রকাশ করে জাওয়াদ হাসান প্রান্ত বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় টেলিভিশন বিটিভিতে আধুনিক গানে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছি। এতে আমি অনেক খুশি। প্রতিটা ছোট ছোট সাফল্যের জন্যে আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আমার বাবা-মাসহ গানের সাথে জড়িত সকল ভালোবাসার মানুষদের। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো।’
মাজলিনা রহমান বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গান আর নজরুল সংগীতে তালিকাভুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মা-বাবা শিক্ষকমন্ডলীসহ সংগীত জীবনে চলার পথে যারা সবসময় সাথে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’
সংগীত বিভাগের তূর্য নন্দী বলেন, ‘আমি এবছর বাংলাদেশ টেলিভিশনে রবীন্দ্র সংগীতে তালিকাভুক্ত হয়েছি এটা আমার কাছে অনেক বড় অর্জন, যেটা আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও আনন্দের। নিঃসন্দেহে এটি একটি সম্মানের ব্যাপার। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষকদেরও অবদান রয়েছে। তাদের কাছে আমি অনেক কিছু শিখতে পেরেছি।’
মেহেদী সরকার বলেন, ‘এবছর আমি বাংলাদেশ টেলিভিশন এ লোক সংগীতে তালিকাভুক্ত হয়েছি, এটি আমার জন্য অনেক বেশি আনন্দের। আমার এ অর্জনের পেছনে যাদের অবদান অনস্বীকার্য, তারা আমার গুরুবর্গ এবং আমার পরিবার। আমি আগামী দিনে লোক সংগীতের ধারাকে এগিয়ে নিতে কাজ করে যেতে চাই।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available