বিনোদন প্রতিবেদক: এবার ইসলামি গজল প্রকাশ করে সবাইকে চমকে দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী আশিকুজ্জামান বনি। তিনি শুধু গানে পারদর্শী নয়, ইসলামি গজলেও তিনি সমান পারদর্শী; সেই জানান দিতেই এবারে রমজান উপলক্ষে তার দুটি গজল প্রকাশিত হয়েছে।
গজল দুটি হলো- ‘মাহে রমজান’ এবং ‘নেয়ামতের বৃষ্টি’। গজল দুটি লিখেছেন ইলিয়াস কবীর। সুর ও কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বনি।
এ প্রসঙ্গে সংগীত শিল্পী বনি বলেন, ‘গজল আমার কাছে নতুন নয়, ছোটবেলায় খুলনায় জাতীয় হামদ-না’ত প্রতিযোগিতায় ১ম পুরস্কার আমার দখলে ছিলো। গানের সাথে সংযুক্ত হওয়ার পর অনেকটা দূরে ছিলাম। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে গর্ববোধ করি। আল্লাহর বান্দা হিসেবে তার দেয়া নেয়ামতগুলো অস্বীকার করতে পারি না। এ কারণে মৌলিক গজল করার সিদ্ধান্ত নিয়েছি, আশা করি গজল দুটি সবার ভালো লাগবে।’
পরবর্তীতে গজল করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে শিল্পী বলেন, ‘অবশ্যই পরবর্তীতে গজল নিয়ে হাজির হবো। এবারেই ঈদ নিয়ে গজল প্রকাশ করার ইচ্ছে আছে। গজলটি আমার বন্ধু ইলিয়াস কবীরের লেখা। ও খুব সুন্দর গান, গজল লিখতে পারে।’
গজল দু’টি আশিকুজ্জামান বনির ফেসবুক পেজ Bony sk এবং ইউটিউব চ্যানেল Bony sk-তে প্রকাশিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available