গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির অন্তত ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগির জোরপূর্বক বিএনপি সমর্থিত চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর রিজভী টাকা দাবি করে আসছিলেন।
২৩ অক্টোবর বুধবার এর জেরে রাকিবকে মারপিট করে আলমগির। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করে রাকিব। এতে ক্ষুব্ধ হয়ে ২৫ অক্টোবর শুক্রবার রাত ১০টার দিকে যুবলীগ নেতা আলমগির দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়ায় চালের আড়তে গিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, রাকিব ও স্থানীয় বিএনপি নেতা কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় এলোপাথাড়ি হামলা চালিয়ে ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর বিক্ষুব্ধ বিএনপি নেতা কর্মীরা রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি তদন্ত আবু রায়হান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available