• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৪৯:০০ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৪৯:০০ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে শিক্ষার্থী-যুবলীগ সংঘর্ষে নিহত ২, আহত বহু

৪ আগস্ট ২০২৪ দুপুর ০২:৩৭:৪১

রংপুরে শিক্ষার্থী-যুবলীগ সংঘর্ষে নিহত ২, আহত বহু

রংপুর ব্যুরো: রংপুরে ছাত্রদের সাথে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। ৪ আগস্ট রোববার সকাল ১০টার দিকে রংপুর নগরীর টাউন হলের সামনে প্রধান সড়ক বন্ধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ১ দফার আন্দোলন শুরু করে।

অপরদিকে বেলা ১১টার দিকে নগরীর দেওয়ানবাড়ি ট্র্যাফিক মোড়ে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের লোকজন একত্রিত হতে থাকে। পরবর্তীতে সুপার মার্কেটের সামনে দিয়ে এসে সিটি বাজারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের দাওয়া দেয়।

এ সময় শিক্ষার্থীরা পালটা ধাওয়া দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের ধাওয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পিছু হটলে উভয়ের মধ্যে ইট পাটকেল দিয়ে হামলা শুরু হয়।

পরবর্তীতে ছাত্ররা আবারো ধাওয়া দিয়ে আওয়ামী লীগের কর্মীকে ধরে পিটুনি দেয়। এসময় উভয়ের মারটিপে যুবলীগের ও আন্দোলনরত এক শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

বদরগঞ্জ থেকে সাংবাদিক ফেরদৌস আলী জানান, ছাত্রলীগ যুবলীগের ছেলেরা আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা চালালে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে রংপুর দুই আসনের এমপি আবুল কালাম মো. আহসান হক চৌধুরি বাসভবন ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বদরগঞ্জ পৌর মেয়র রুহুল চৌধুরীর বাসভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ফায়ার সার্ভিসকে খবর দিলেও কেউ এগিয়ে আসেনি বলে জানান সাংবাদিক ফেরদৌস আলী।

পীরগঞ্জ উপজেলার সাংবাদিক মিলন জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা একত্রিত হয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে পীরগঞ্জ ছাত্রদের নিয়ন্ত্রণে। ছাত্রদের সাথে বিএনপির জামায়াত-শিবিরের লোকজন একত্রিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রংপুরে গঙ্গাচড়া উপজেলা থেকে মাহাবুব হোসেন নামে এক ব্যবসায়ী জানান, সকালে ছাত্ররা এক দফা দাবি নিয়ে গংগাছড়া শহরের ভিতরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে ছিল। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ছেলেরা তাদের বাধা প্রদান করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আন্দোলনরত শিক্ষার্থীসহ আওয়ামী যুবলীগের অনেকে আহত হয়েছেন।

রংপুরের ৮ উপজেলার প্রতিটি এলাকায় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক দফা আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়া চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১২:২০


পদ্মায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের হিড়িক
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৮:৫০