• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৫:৩৯ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৫:৩৯ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ফের রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ৩৭

২৬ আগস্ট ২০২৪ সকাল ১০:১৯:২৩

ফের রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়ে কমপক্ষে ৪ জনকে হত্যা করেছে রাশিয়া। এ হামলায় আরও অন্তত ৩৭ জন আহত হয়েছেন । ২৫ আগস্ট রোববার এই দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ। তাদের মতে, শনিবার রাতভর এসব হামলা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করে জানিয়েছে, উত্তর, পূর্ব ও দক্ষিণ অঞ্চলের চেরনিহিভ, সুমি, খারকিভ ও ডনেস্কের ফ্রন্টলাইন এলাকাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া এসব অঞ্চলে ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ছয়টি গাইডেড ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

সুমি অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।

এছাড়া, দেশটির খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেহুবভ জানান, রুশ হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে একজন ৪ বছরের শিশু রয়েছে। খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানান, শহরের একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে দুটি বাড়ি ধ্বংস ও ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী আরও জানায়, রাশিয়া ৯টি আক্রমণকারী ড্রোন পাঠিয়েছিল। এর মধ্যে আটটি মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে।

খেরসন অঞ্চলে দিনব্যাপী রুশ হামলায় একজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে খেরসন শহরের সামরিক প্রশাসনের প্রধান রোমান ম্রোচকো জানিয়েছেন। এছাড়া, সুমি অঞ্চলের প্রসিকিউটর জানিয়েছেন, রবিবার বিকেলে স্ভেসা গ্রামের একটি আবাসিক এলাকায় বিমান হামলায় দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে। আড়াই বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে এখন পর্যন্ত উভয় দেশের ভূখণ্ডে কয়েক হাজার বেসামরিক নিহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১২:২০


পদ্মায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের হিড়িক
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৮:৫০