• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:৪১:৪৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:৪১:৪৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মনোহরদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, ৩টি গাড়ি ভাঙচুর

৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:১৩:১৯

মনোহরদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, ৩টি গাড়ি ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহতসহ ৩টি গাড়ি ভাঙচুর করা হয়। ৭ ডিসেম্বর শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চালাকচর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ. মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগির হোসেন ও আকাশ। ছাত্রদল নেতা ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার বেলা এগারটার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল জয়নুল আবেদীন তার নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার চালাকচর বাজারে গণসংযোগ করার জন্য যায়। এ সময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক সর্দার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা তাদের বাধা দিলে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে জয়নুল আবেদীনের গাড়িসহ অন্তত ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল কোন কিছু জানেন না বলে জানান। এ বিষয়ে কেউ তাকে জানায়নি।

ঘটনার বিষয়ে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল জয়নুল আবেদীন জানান, চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগকালে কিছু  উচ্ছৃঙ্খল যুবক আমার নেতা কর্মীদের উপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাঙচুর করা হয় এবং ৫ জন নেতাকর্মী আহত হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, সংঘর্ষের বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮



ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ৬
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৫৭


শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৪

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৮