দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি জবর দখল করাকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৪ মার্চ মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক মহিলাসহ ৫ জন আহত হন। আহতরা বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চিলমারী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মাসিদুল গ্রুপের লোকজন জোর পূর্বক রানা মাস্টারের লোকজনের জমি ও ফসল কেটে নেয়। এ ঘটনায় ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাসিদুল গ্রুপের লোকজন ক্ষিপ্ত হয়ে রানা মাস্টারের লোকজনের উপর রামদা, হাসুয়া, কুড়াল, শড়কি, ফালা নিয়ে হামলা চালালে দুগ্রুপের সংঘর্ষ বাঁধে। এতে রানা মাস্টারের পক্ষের ৫ জন গুরতর আহত হন।
আহতরা হলেন, একই এলাকার মৃত নেয়ামত মন্ডলের ছেলে বাবু মন্ডল, মৃত আব্দুল মন্ডলের ছেলে আকবর মন্ডল, বাবু মন্ডলের ছেলে আলেক মন্ডল, ফজল বিশ্বাসের ছেলে আক্কাস বিশ্বাস, আকবর মন্ডলের স্ত্রী শান্তি আরা। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, গতকাল চিলমারীর মোহাম্মদপুর গ্রামে দুই গ্রুপের সংঘষের্র ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available