• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:১১:৩২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:১১:৩২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

৮ মার্চ ২০২৫ সকাল ১০:৩২:৩৩

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জুম্মার নামাজে হাসাহাসির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। ৭ মার্চ শুক্রবার রাত নয়টার দিকে শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত্যুর গুজবে ভাংচুর করা হয় দুটি বাড়ি।

আহতদের মধ্যে সালাম (৪০), তার ছেলে সেজান (২২) এবং রোহান (২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সেজানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। পরে সদর থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করা হয়। আটকরা হলেন ঐ এলাকার সফিকুলের চার ছেলে জিয়া (২১), শাহিন (২৭), সজীব (২৫), ও সৈকত (২০)।

এলাকাবাসীরা জানান, ৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজের সময় সালামের ছেলে সেজান এবং তার বন্ধু রোহান সফিকুলের ছেলে শাহিনকে দেখে হাসি দেয়। তখন শাহিন ও সেজানের মধ্যে বাগবিতণ্ডার পরে সংঘর্ষ হয়। সে সময় মুসল্লিরা তাদেরকে শান্ত করে সন্ধ্যায় এ বিষয়ে মীমাংসার কথা বলেন। পরে সন্ধ্যায় ওই ঘটনার জের ধরে সফিকুল ও তার ছেলে শাহিন, বন্ধু আলামিনসহ আরও ৭-৮ জন মিলে এক‌ই এলাকার অটো চালক সালাম ও তার ছেলে সেজান এবং বন্ধু রোহানের উপর ছুরি দিয়ে আঘাত করে। ছাড়াতে চেষ্টা করলে ওই সময় সালামের স্ত্রী বিলকিস ও তার বোন‌ও আঘাত পান। পরে স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ জনকে আটক করে। এ সময় গুরুতর আহত সেজান মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে শাহিন ও আলামিনের বাসায় ভাঙচুর চালালে সদর থানার ওসি নুরুনবীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে রাতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুনবী জানান, জুম্মার নামাজের সময় হাসাহাসির একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র সিনিয়র কিশোরদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে তাদের মধ্যে সংঘর্ষ হলে তিনজন গুরুতর আহত হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১