• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:১৩:০৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:১৩:০৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

২৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৩৯:৫৬

নরসিংদীতে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক: এলাকার আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আ. লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ২৬ জানুয়ারি রোববার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলী আহমদ (২৩), আলমগীর হোসেন আলম (১৯) এবং অজ্ঞাত আরেক জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একের পর এক সংঘর্ষ ও হতাহতের ঘটনার থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতদের কান্না আহাজারিতে ভরে উঠেছে নরসিংদী সদর হাসপাতালে মর্গে চারিপাশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দের জের ধরে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে একাধিক ব্যক্তি হতাহতের ঘটনায় মামলা ও পাল্টা মামলা রয়েছে। এসবের জের ধরে রোববার সকাল সাড়ে ৭টার দিকে দুই পক্ষ টেঁটা, বল্লম, দা-ছুরি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে নিহত হন সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম ও অলি আহামদ। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী, নবীনগর, বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ জানিয়েছেন, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

অপরদিকে ডিএসবি পুলিশ কর্মকর্তা মাহাবুব হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় সদর হাসপাতালে একজন ও জেলা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১