পঞ্চগড় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমন ইসলামের (২১) মরদেহ ১৭৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিন নগর বকশীগঞ্জ করবস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।
বোদার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সাভারের আশুলিয়া থানার বাইপাইল মোড়ে আরএমএসটি টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দেন সুমন ইসলাম। এসময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ৭ আগস্ট ঢাকা মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই আমিন নগর বকশীগঞ্জ করবস্থানে দাফন করে।
মৃত্যুর ঘটনায় ৫ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সুমন ইসলামের মা কাজলী বেগম। সেই মামলায় তদন্তের জন্য সুমন ইসলামের মরদেহ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available