নোয়াখালী প্রতিনিধি: শেখ হাসিনা ওয়ান-ইলেভেনের সরকারের সাথে আঁতাত করে ক্ষমতায় এসেছিলেন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং চাটখিল-সোনাইমুড়ী আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের আয়োজনে আমিশাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি, সোনাইমুড়ী উপজেলার ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফ্রান্স প্রবাসী ফারুক হোসেনের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনাকালে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগের সময় যতবার নির্বাচন হয়েছে, ততবারই সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই। ভোটকেন্দ্রে যখন আওয়ামী লীগের লোকজন গিয়েছিল, তারাও ভোট দিতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের কাজ দ্রুত গতিতে চালাচ্ছেন। দেশ সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে সোনাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল হকের পরিচালনায় নোয়াখালী নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের পিপি অ্যাডভোকেট সেলিম শাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিয়া মাহমুদ হাসান, মাসুদ আলম, বাবলু, লিটন জাহাঙ্গীর, মাসুদ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available