• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৭:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৭:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

যুগোপযোগী আইন তৈরি করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে: প্রধান বিচারপতি

২ অক্টোবর ২০২৩ সকাল ০৯:৫৩:৪০

যুগোপযোগী আইন তৈরি করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে: প্রধান বিচারপতি

নেত্রকোণা প্রতিনিধি: নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে নেত্রকোণায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

১ অক্টোবর রোববার সন্ধ্যায় নেত্রকোণা জেলা স্টেডয়িামে নাগরিক সমাজের ব্যানারে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন। বক্তব্য দেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম কামরুল কাদের, মোস্তুফা জামান ইসলাম, সংসদ সদস্য ও প্রধান বিচারপতির ছোট ভাই সাজ্জাদুল হাসান, পরিকল্পনা কমিশনের সচিব একেএম ফজলুল হক, সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবীর, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কবীরসহ অন্যারা।

এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার বক্তব্যে বলেন, যুগোপযোগী আইন তৈরি করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আইনের অনেক ডালপালার জন্য একটি মামলা বিভিন্ন আদালতে যেতে হয়। এজন্য মামলার জট শুরু হয়। মামলার জট কমিয়ে মানুষকে সেবা দিতে হবে। অনেক আইন আছে, যেগুলো যুগোপযোগী করে তৈরি করা যেতে পারে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩