নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা সুপার মাওলানা মো. আনোয়ার হোসেনকে জড়িয়ে ‘অযৌক্তিক ভিত্তিহীন পদত্যাগের দাবিদার ছাত্র নামধারী কুচক্রীদের অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে’ শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মৌকারা দারুসসুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসার হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুপার মাওলানা মো. আনোয়ার হোসেন বলেন, বিভিন্নভাবে আমাকে জড়িয়ে কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান কতিপয় শিক্ষার্থীরা মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যার কোন সত্যতা নেই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলন শেষে মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল ও ছালেহীয়া ওয়ালীয়া দীনিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে দীনিয়া মাদ্রাসার আলিম ২য়, বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, কতিপয় শিক্ষার্থীরা মৌকারা মাদ্রাসার সুপার মাওলানা মো.আনোয়ার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করছেন, মাদ্রাসার সম্পদ লুটপাট করার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মৌকারা আলিয়া মাদ্রাসা ট্রাস্টি বোর্ডের সদস্য অজিউল্ল্যাহ্ বলেন, ছাত্ররা যে সব অভিযোগ করছেন, তা মাদ্রাসার কর্তৃপক্ষকে লিখিত বা মৌখিক ভাবে জানালে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হতো। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারটি দুঃখজনক।
২৫ সেপ্টেম্বর বুধবার সকালে মৌকারা দরবার শরীফ ও দারুচ্ছুন্নাত ওয়ালিয়া কমপ্লেক্সের সুপার মাও. আনোয়ার হোসেনের পদত্যাগসহ ছাত্রসমাজের ১৯ দফা দাবিতে মানববন্ধন করেছিলো অধিকার বঞ্চিত ছাত্রবৃন্দ, প্রাক্তন ছাত্রসমাজ ও সচেতন অভিভাবকবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available