নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর চরভাসানিয়া জামিয়া মোহাম্মদিয়ার প্রিন্সিপাল মুফতি হাবিবউল্লাহর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
১৬ অক্টোবর বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ প্রিন্সিপালকে অপসারণ করাসহ আগামী তিন কর্ম দিবসের মধ্যে আনীত অভিযোগের কারণ দর্শানোর আহ্বান জানান।
এ সময় মহিষাশুড়া ইউনিয়নের চেয়ারম্যান মুফতি কাউছারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলার সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, মাদরাসা প্রিন্সিপালের বিরুদ্ধে আঞ্চলিক শিক্ষা বোর্ড তানজিম অডিটে মাত্র ১ বছরের হিসাবে ১ লক্ষ ৮০ হাজার টাকার দুর্নীতির প্রমাণ পায়। ৩ মাসের অধিককাল মাদরাসায় অনুপস্থিতিসহ দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ায় প্রবীণতম ৬ জন শিক্ষককে অব্যাহতি প্রদানসহ নানান অনিয়মের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।
দুর্নীতির বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নজরে আসে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদরাসা প্রিন্সিপাল মুফতি হাবিবউল্লাহর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করে তাকে অপসারণ করাসহ আগামী তিন কর্ম দিবসের মধ্যে আনিত অভিযোগের কারণ দর্শাতে বলা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available