• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০২:৫৬:৩০ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০২:৫৬:৩০ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

তেজগাঁও কলেজকে সরকারিকরণের দাবিতে সংবাদ সম্মেলন

১৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:০০

তেজগাঁও কলেজকে সরকারিকরণের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও কলেজকে সরকারিকরণ করাসহ সাত দফা দাবি জানিয়েছে তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদ। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তেজগাঁও কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাবের মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, আপনারা ইতোমধ্যে অবগত আছেন তেজগাঁও কলেজ সরকারিকরণ প্রসঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপি প্রদান ও ক্যাম্পাসে চার দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি করেছে। সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই কলেজটি ১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষয় এখানে পড়ানো হয়। ২৮টি ডিপার্টমেন্টে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী বিদ্যাচর্চা করেন।

তারা আরও বলেন, দেশের অনেক কলেজ জাতীয়করণ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজধানীর ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ তেজগাঁও কলেজ এখনো সরকারি হয়নি।

সংবাদ সম্মেলনে তেজগাঁও কলেজকে সরকারি করণসহ ছাত্র সংসদ কার্যকর করা, আবাসন সংকট নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ, শূন্যপদে শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা, ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি এবং মূল্যহ্রাস ও ক্যাম্পাসের প্রধান ফটকে ভাসমান দোকান সরিয়ে শিক্ষার্থীদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান ছাত্র অধিকার পরিষদের নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫