• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০২:৫৮:৫২ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০২:৫৮:৫২ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পলাশে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

২৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪৪:৫৯

পলাশে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশের খাসহাওলাপাড়া গ্রামে একটি মসজিদে তালা দিয়ে বন্ধ করে দেওয়ার মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা পাড়া গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে এলাকবাসী জানান, গতকাল একটি পক্ষ সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে খাসহালা পাড়া গ্রামের ফোরকানিয়া মাদ্রাসা নামে একটি মক্তবকে মসজিদ বানিয়ে মিথ্যা তথ্য প্রচার করে। যেখানে উল্লেখ করা হয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি পক্ষ মসজিদটিতে তালা মেরে রেখে দেয়। যা সম্পর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত পক্ষে ফোরকানিয়া মাদ্রাসাটি কোনো মসজিদ নয়, এটি শুধু মাত্র মক্তব হিসেবেই পরিচিত। যেখানে প্রতিদিন সকালে শিক্ষার্থীদের আরবি শিক্ষা দেওয়া হয় এবং মক্তব শেষে মাদ্রাসাটির নিরাপত্তার জন্য সেখানে শিক্ষকরাই তালা মেরে রেখে যায়।

সংবাদ সম্মেলনে এলাকার মুসল্লিরা আরো জানান, ২০১৬ সাল থেকে সামাজিক মসজিদ হিসেবে খাসহাওলা পাড়া গ্রামে একমাত্র খাসহাওলা বায়তুল মামুর জামে মসজিদটিতেই ওই গ্রামে মুসল্লিরা নামাদ আদায় করছেন।

সংবাদ সম্মেলনে বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদ রমজান মিয়া, মসজিদটির ইমাম হাফেজ মো. জহিরুল হক সায়েমসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫