সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়ির শিক্ষক মো. মুসার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের বিরুদ্ধে থানায় ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
২২ মার্চ শনিবার দুপুরে পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী আলা উদ্দিন আলো ও মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মেহরাব হোসেন, সাবেক শিক্ষার্থী মোস্তফা, আবু ছায়েদ, আজগর হোসেন শিবলুসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত সাম্প্রতিক সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মুসাকে বান্দরবান জেলায় বদলি করা হয়। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই বদলিকে ষড়যন্ত্রমূলক দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে। ইতোমধ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও প্রদান করেছে।
এরপর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতে জান্নাত মোসাম্মদ ফেরদাউস আক্তার বিদ্যালয়ে হামলা ভাংচুরের অভিযোগে মোজাম্মেল হোসেন, আলা উদ্দিন আলো, শাহেদুল ইসলাম সুফল, জামাল হোসেন, ফিরোজ আলম, অজ্ঞাত সাংবাদিক পুত্র, আলভী, সাফওয়ান, সনি, সীমান্ত, পাভেল, তানজিদ, অর্নব, আশিক, রিজভী, নাজিম ও হাসানসহ ১৭ জনের নামে থানায় সাধারণ ডায়রি করেন।
শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে এই ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ অতিসত্বর প্রত্যাহার ও প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি জানিয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আল্টিমেটান প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available