• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৪:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৪:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

বাংলাদেশ

আমিরাতে ডেঙ্গুতে বাংলাদেশির মৃত্যু

৬ জুন ২০২৪ বিকাল ০৩:১০:৪০

আমিরাতে ডেঙ্গুতে বাংলাদেশির মৃত্যু

আমিরাত প্রতিনিধি: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে আব্দুল হান্নান (২৬) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। ৫ জুন বুধবার সকালে আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় লাকী রাউন্ডবোর্ড আল-বোরাক গার্মেন্টস কোম্পানিতে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল হান্নান সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা রফিক মিয়ার ছেলে। গত দুই বছর আগে আমিরাতে এসেছিলেন হান্নান।

গার্মেন্টসের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মাহবুব বলেন, আমার ফেক্টেরিতে কয়েক মাস আগে যোগ দিয়েছিলেন হান্নান। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে স্বাভাবিক জ্বর মনে করে ফার্মেসি থেকে ঔষুধ খেয়েছেন। সকালে রুমে সহকর্মীরা কাজের জন্য ডাকতে গেলে সে কোনো সাড়া না করায় ফেক্টেরির ম্যানেজারকে বিষয়টি জানানো হয়। পরে এমন অবস্থা দেখে ম্যানেজার অ্যাম্বুলেন্স কল দিলে তারা এসে তাকে পরীক্ষা করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এর দুদিন আগে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রবাসীদের সতর্ক করতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে ডেঙ্গু জ্বরের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের তাদের নিজ নিজ বসবাসের স্থান সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩