সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সংরক্ষিত নারী সংসদ সদস্য আশিকা সুলতানা দিশারীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
১০ মার্চ রোববার কিশোরগঞ্জ উপজেলা যুবলীগ ও শ্রমিকলীগ এ গণসংবর্ধনার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এছরারুল হক এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত সংসদ সদস্য নীলফামারী ৩০৩ আশিকা সুলতানা দিশারী, উপজেলা যুবলীগের আহবায়ক ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. আবুল কালাম বারী পাইলট। এছাড়া এমপি আশিকার মমতাময়ী মা ও সাবেক সংসদ সদস্য মরহুম আজহারুল ইসলামের স্ত্রী হালিমা ইসলাম বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও প্রকৌশলী মাইদুল ইসলাম রাজা, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম সাজু, উপজেলা আওয়ামী শ্রমিকলীগের আহবায়ক আশুতোষ রায় সিংহ লক্ষন।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য দিশারীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন উপজেলা যুবলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় এমপি আশিকা বলেন, দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট্র নায়ক। তিনি শ্রম ও মেধা দিয়ে আজ বাংলাদেশকে বিশ্বের কাছে একটি উন্নয়নশীল দেশ হিসেবে দাঁড় করিয়েছেন। আজ যখন সারা বিশ্বে যখন হাহাকার তখন বাংলাদেশ মাথা উঁচু করে আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available