গাজীপুর সদর প্রতিনিধি: ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, গাজীপুরের বনভূমি রক্ষায় এসেছি, আমি আমার নিজের জন্য এখানে আসিনি। কেউ হয়ত গাছ কাটার সাথে জড়িত না, কেউ গাছ পাচারের সাথেও জড়িত না, কিন্তু জমি দখল করার সাথে অনেকেই জড়িত। তা না হলে এই জমি দখলের খবরগুলো কোথায় থেকে আসে। আমরা যখন খবরগুলো শুনে মাঠ পর্যায়ে যাই। তখন কিন্তু প্রচণ্ড প্রতিহিংসামূলক অবস্থার জন্ম দেয়। আমরা এটা আশা করি না। কারণ, এটা সরকারি দপ্তর। বাংলাদেশ সরকারের হয়ে আমি আপনাদের কাজ করতেই এখানে এসেছি।
২৪ মার্চ রোববার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় বনে অগ্নি প্রতিরোধে উপকারভোগীদের সাথে সচেতনতামূলক মতবিনিম সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনাদের সুরক্ষার জন্যই বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করা জরুরি। বনভূমি না থাকলে জীব ও বৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
এ সময় ভাওয়াল রেঞ্জ ও জাতীয় উদ্যান রেঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী জীব ও বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজেন্দ্রপুর পশ্চিম বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা, কবি লেখক শাহান সাহাবুদ্দিন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ বিভিন্ন বিট কর্মকর্তা, বন প্রহরী, উপকার উপকারভোগী ও স্থানীয় নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available