কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপি পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
৬ জুলাই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করেন কুষ্টিয়া-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ১০০টি কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের হামলা, নির্যাতন ও নিপীড়নের স্মৃতিচারণ করে আবেগে কেঁদে ফেলেন এমপি ও পোলিং এজেন্টরা।
সভায় পোলিং এজেন্ট নাজমুল হোসেন তার বক্তব্যে কাঁদতে কাঁদতে বলেন, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ নৌকা প্রতীকের শক্তিশালী প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। এমপির কাছে আমরা আর্থিক সহায়তা প্রদানের দাবি জানাই।
সেসব ঘটনা স্মরণ করে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় আবেগে চোখের পানি আটকে রাখতে পারেননি এমপি আব্দুর রউফ। তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনো দিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া-পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের ঋণ শোধের চেষ্টা করবো।
মতবিনিময় সভায় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জকে (সাবেক এমপি) পরাজিত করে ট্রাক মার্কা প্রতীকে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available