• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪২:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪২:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেফতার

১৬ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৪২:৫৮

রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেফতার

রাজশাহী ব্যুরো: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা একটি মামলা নিয়ে র‌্যাব কাজ করছিল। এনামুল হক এই মামলার এজাহারভুক্ত আসামি। ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী নিয়ে আসার পর এনামুল হককে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, নবম, দশম ও একাদশ নির্বাচনে সংসদের সদস্য ছিলেন এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক। আওয়ামী সরকারের আমলে দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকার মালিক হন বলে অভিযোগ রয়েছে। ঋণের নামে ব্যাংক থেকেও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এনামুল হক আত্মগোপনে ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২